শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের এক বিচারকের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পর তার করোনা নেই বলে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ আসায় বিচারক করোনামুক্ত রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার বিকালে হবিগঞ্জ আদালতের এক বিচারক অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শে তিনি সদর আধুনিক হাসপাতালে আসেন। এ সময় সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন।
পরে ঊর্ধ্বতন কর্মকতারা ঢাকায় আইইডিসিআর এর সঙ্গে যোগাযোগ করে ও তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নমুনা সংগ্রহের রিপোর্টে করোনা নেগেটিভ আসায় তিনি শঙ্কামুক্ত হন।