শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর গণআন্দোলনে শেখ হাসিনার পতন, ছাড়লেন দেশ

লাকসামে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: করোনা ভাইরাসের সংক্রামন এড়াতে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বলা যায় এক ধরণের লকডাউন।

বৃহস্পতিবার লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারের সকল দোকান-পাট বন্ধ রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে মুদি, সবজি এবং ঔষুধের দোকান খোলা রাখা হয়েছে। এছাড়া, কাউকে ঘর থেক বের না হওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানেরও কঠোর ঘোষণা দেন স্থানীয় প্রশাসন।

ওইদিন সকাল থেকেই উপজেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে। সতর্ক করছেন সাধারণ মানুষকে। সবাইকে ঘরে থাকার কড়া নির্দেশনা দেয়া হয়েছে। খুব বেশী জরুরী কাজ ছাড়া বাইরে বেরুতে একেবারে নিষেধ করেছেন।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম সাইফুল আলম বলেন, মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে করোনা সংক্রামন ঠেকাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আলী, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com