বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

পল্লী চিকিৎসক বনজ কুমার হালদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পল্লী চিকিৎসক বনজ কুমার হালদারকে ‘ডাক্তার’ লেখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার পুরান বাজারে চিকিৎসকের চেম্বারে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট সুমী আক্তার।

জানা যায়, ১৩ ইষ্ট বেঙ্গল সিলেট সেনানিবাসের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফ-উজ-জামানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম শায়েস্তাগঞ্জ পুরান বাজারে সচেতনতামূলক প্রচারাভিযান করেন। এসময় বনজ কুমার হালদারের চেম্বারে লোকজনের সমাগম দেখে সেখানে চিকিৎসকের সাথে কথা বলে জানেন বনজ কুমার একজন পল্লী চিকিৎসক, তবে সাইন বোর্ড ও রোগী ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ডাক্তার লিখে রেখেছেন।

মেজর আরিফ কথা বলে জানতে পারেন, তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পদে সরকারি চাকুরিজীবি এবং অফিস টাইমে প্রাইভেট চেম্বার করছেন।এসব অপরাধে তাকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, বনজ কুমার হালদার একজন কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সরকারি চাকুরীজীবী, তিনি হাসপাতালের দায়িত্ব ফেলে প্রাইভেট চেম্বারে রোগি দেখছেন এবং পল্লী চিকিৎসক না লিখে ডাক্তার লিখে রেখেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com