মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে উপজেলা প্রশাসনকে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহযোগীতা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনকে আর্থিক সহায়তা করেছেন উপজেলা সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা, মহাকাল সংসদ শিবপাশা ও কাতার প্রবাসী রঙ্গলাল দাশ পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের হাতে নগদ দেড় লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সহ-সভাপতি ভাবনী শংকর ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, যুগ্ম সম্পাদক গৌতম রায়, অর্থ সম্পাদক চারু দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, মহাকাল সংসদের সভাপতি নীলকন্ঠ দাশ সামন্ত, সাধারণ সম্পাদক যুবরাজ দাশ, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক বিধান ধর,আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর,উপজেলা লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, নুসরাত ফেরদৌসী, উপজেলা মহিলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, সাধারন সম্পাদক মাহবুবল আলম সুমন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক ওহি চৌধুরী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারন সম্পাদক ছনি চৌধুরী, মহাকল সংসদের উপদেষ্টা গোপিকা রঞ্জন পাল, চন্দ দেব, তনয় কান্তি ঘোষ, অনুকুল দাশসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, দেশের এই ক্লান্তিকালে সারাদেশের ন্যায় করোনা ভাইরাস মোকাবেলায় নবীগঞ্জেও দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মধ্যে নিত্যপ্রয়োনীয় দ্রব্য সামগ্রী বিতরনে উপজেলা প্রশাসনকে নবীগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহযোগীতা অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com