শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ীঘরে হামলা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে গরুর বাচ্চা বাড়ীর আঙ্গিনায় যাওয়াকে কেন্দ্র করে এক নিরিহ পরিবারের উপর হামলা ও বাড়ীঘরে ভাংচুরের ঘটনা সংগঠিত হয়েছে। এতে ওই নিরিহ পরিবারের ৩জন মহিলা আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানাযায়, গত সোমবার উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত আলতাফ মিয়ার ছেলে শিশু মিয়ার একটি গরুর বাচ্চা একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আবু হাছানের বাড়ীর আঙ্গিনায় যায়। এতে শিশু মিয়ার উপর ক্ষীপ্ত হয় আবু হাছান ও তার বাড়ীর লোকজন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে আবু হাছান’র এর লোকজন শিশু মিয়ার বাড়ীতে গিয়ে অর্তকিত ভাবে হামলা চালায়। হামলাকালে বাড়ীঘরে ভাংচুর করে বেশ ক্ষতি সাধন করা হয়। হামলায় ৩জন মহিলা আহত হয়। আহতরা হল, মৃত আলতাফ মিয়ার স্ত্রী নেহার বেগম (৫৫), ছেলের বউ খায়রুন্নাহার (৩৫) ও নাছিমা খাতুন (৩০)।

এ ঘটনায় নেহার বেগম বাদী হয়ে আবু হাছানকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে শিশু মিয়ার জানান, হামলাকারীরা আমার বাড়ীতে অর্তকিত ভাবে হামলা করে আমার মা, স্ত্রী ও ছোট ভাইয়ের বউকে মেরে গুরুতর আহত করে। এ সময় তাহারা ঘরে ভাংচুর করে অনেক মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে আবু হাছানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গরুর বাচ্চা নিয়ে সাধারন কথা কাটাকাটির ঘটনা হয়। কোন মারধোরের ঘটনা হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com