সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণঘাতি করোনা ( কোভিড-১৯) ভাইরাস বিস্তার রোধকল্পে সামাজিক দূরত্ব নিশ্চিত করণের লক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ৷

করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা জুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং করোনা সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে ও সরকারের নির্দেশনা জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা কর্মকর্তার হলরুমে বিশেষ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ হাবিব, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ৷ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সভায় এপ্রিল মাসের প্রথম সপ্তাহে করোনা ভাইরাস বিস্তারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বলে বিবেচনায় এনে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে সচেতন করে ঘরে থাকার জন্য ইউনিয়ন চেয়ারম্যানদের আরো নিবিড়ভাবে দায়িত্ব পালনের জন্য বলা হয়। পাশাপাশি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করে কঠোরভাবে আইন প্রয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।

তাছাড়া সরকারি খাদ্য সহায়তা উপযুক্ত ব্যক্তিদের যথাসময়ে ঘরে গিয়ে পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com