শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের বাহুবলে সামাজিক দুরুত্ব বজায়, নিজ নিজ ঘরে অবস্থান, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে ও পণ্যসামগ্রী নির্ধারিত মূল্য রাখতে সেনাবাহিনী সতর্ক করে দিয়ে মাইকিং করে প্রচারণা করা হয়েছে।
প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্রিগ্ধা তালুকদার ও সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টপার হিমেল রিছিল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে।
এছাড়া উপজেলা বিভিন্ন বাজার পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার মূল্যতালিকা না থাকায় এবং সরকারি নির্দেশ অমান্য করে অযথা বাইরে ঘুরাঘুরি করায় ১৩ জনকে বিভিন্ন আইনে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলার মিরপুর বাজার, মহাশয়বাার, সাটিয়াজুরী বাজার, নতুন বাজার, রশিদপুরবাজার, নন্দনপুর বাজার সহ বেশ কয়েকটি বাজারে করোনা ভাইরাস নিয়ে সচেতনামূলক প্রচারাভিযান করা হয়।