সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী’র সচেতনতামূলক প্রচারাভিযান অব্যাহত রয়েছে। শনিবার (০৪ এপ্রিল) বিকালে উপজেলার কাজীর বাজারে এ প্রচারণা চালান তিনি। এ সময় তিনি জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে পরামর্শ প্রদান করেন। তিনি বাজারে আগত ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জরুরী প্রয়োজন ছাড়া কেউ অযথা বাজারে এসে জমায়েত ও আড্ডা দেয়া থেকে বিরত থাকবেন। কোন রকম গণজমায়েতের সৃষ্টি করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবার সর্বাত্বক সচেতনতা ও সম্মিলিত সহযোগিতার ফলেই করোনা ভাইরাসের ভয়াবহ আক্রমণ রোধ সম্ভব। তিনি সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি গরিব, অসহায় দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করেন।
ছবি : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থতিশীল রাখতে এক ব্যবসায়ীকে নির্দেশনা দিচ্ছেন সার্কেল এএসপি।
এছাড়াও বাজারে অধিকমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে বিক্রি রোধে বাজার মনিটরিং চালান। এ সময় তিনি বলেন, কোন ব্যবসায়ী যদি অধিকমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করেন বা অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ মুনাফার লোভে ইচ্ছেমতো পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তিতে ফেললে বিষয়টি তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।