শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : সরকারি নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে হাট-বাজারে ঘুরাফেরা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। তিনি আজ রবিবার (০৫ এপ্রিল) উপজেলার স্নানঘাট ও পুটিজুরী বাজারে অভিযান চালিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিকাল ৫টার মধ্যে ফার্মেসী ব্যতিত নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যাদির দোকানপাট বন্ধের জন্য ইতিমধ্যে সরকারি নির্দেশ এসেছে। আপনারা যারা বিকাল ৫টার পর দোকানপাট খোলা রাখবেন তাদেরকে সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হবে। এব্যাপারে কোন ছাড় দেয়া হবে না বলে তিনি ব্যবসায়িদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করেন। এএসপি পারভেজ আলম চৌধুরী বলেন, সবার সর্বাত্বক সচেতনতা ও সম্মিলিত সহযোগিতার ফলেই করোনা ভাইরাসের ভয়াবহ আক্রমণ রোধ সম্ভব। বাজারে মাস্কবিহীন আগতদেরকে বিভিন্ন রকম শাস্তি ও গরিব, অসহায় দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোফাশ্বির হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।