শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও নয় জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৮৪। এ ছাড়া, আক্রান্ত আরও ৩০৬ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ১৪৪ জনকে শনাক্ত করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, গতকাল যে পরীক্ষা করা হয়েছে, সেগুলোর মধ্যে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩০৬ জন। এদের মধ্যে ৬২ ভাগ পুরুষ ও ৩৮ ভাগ নারী। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও নয় জন। এদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন চার জন, ৫১-৬০ বছর বয়সের মধ্যে একজন, ৪১-৫০ বছর বয়সের মধ্যে দুই জন, ৩১-৪০ বছর বয়সের মধ্যে একজন এবং একজনের বয়স জানা যায়নি। নয় জনের মধ্যে ছয় জন ঢাকার এবং ঢাকার বাইরে দুই জন নারায়ণগঞ্জে ও একজন সাভারে। এ নিয়ে সবমোর্ট ৮৪ জন মৃত্যুবরণ করেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও আট জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৬ জন। এখন পর্যন্ত শনাক্ত হওয়া ২ হাজার ১৪৪ জনের মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা গ্রহণ করছেন ৫৬৪ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন। যারা হাসপাতালে রয়েছেন, তাদের মধ্যে ১১ জন আইসিইউতে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট ২১ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।