মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

লাখাইয়ে ত্রাণ বিতরণ করলেন ব্যারিস্টার সুমন

কাজী মাহমুদুল হক সুজন : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হবিগঞ্জের লাখাইয়ের ১৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সুমনের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠা করা ‘এরশাদ-আম্বিয়া’ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ব্যারিস্টার সুমন বলেন, ‘গতকাল বাবা-মায়ের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। স্বল্প সময়েই অভূতপূর্ব সাড়া পেয়েছি। অনেকেই অর্থ সহায়তা দিয়েছেন। সেই অর্থ দিয়ে প্রাথমিকভাবে অসহায় ১৩০ পরিবারের জন্য রমজান উপলক্ষে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে লাখাই উপজেলায় বিতরণ করেছি। পর্যায়ক্রমে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এর আগে, নিজের এলাকা হবিগঞ্জের চুনারুঘাট ছাড়িয়ে সারাদেশে সামাজিক কার্যক্রমে আরও ব্যাপক আকারে করার জন্যে নিজের বাবা-মায়ের নামে সমাজসেবামূলক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার (১৯ এপ্রিল) ব্যারিস্টার সুমন তার ফেসবুক লাইভে জানান, নিজের পরিবারের সকলের সঙ্গে পরামর্শক্রমে ‘এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশন’ নামে এই সেবাদানকারি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com