শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও একজন নার্স করোনা আক্রান্ত হওয়ার পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে লাখাই উপজেলার প্রচুর লোক ঢাকায় রেস্তোরাঁয় কাজ করেন। তাদের অনেকেই পরিচয় গোপন করে চিকিৎসা নিয়েছেন। ওই চিকিৎসক যে রোগীদের দেখেছেন তাদের তালিকা ধরে সবার কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। তাদের নমুনা নিয়ে পরীক্ষা করাই আমাদের টার্গেট। যাতে এটি বেশি বিস্তার লাভ না করতে পারে।

তিনি আরও বলেন, যেহেতু হাসপাতালের ডাক্তার এবং নার্স করোনা আক্রান্ত হয়েছেন তাই আপাতত হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেন, অনেক জায়গায়ই ডাক্তার, নার্সরা আক্রান্ত হচ্ছেন। তারাই এখন সামনে থেকে করোনা মোকাবেলা করছেন। তারা কষ্ট পান বা তাদের মনোবল হারাতে পারে এমন কোনো মন্তব্য করা থেকে এখন সবাইকে বিরত থাকতে হবে। তাদের সাহস যোগাতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com