রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

ওএমএস’র চাল ছিনিয়ে নিলো এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় খোলাবাজারে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য সরকারের খাদ্যবান্ধব ওএমএস কর্মসূচির চাল ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী বলেন, ‘ট্রাকে বিশেষ ওএমএস কর্মসূচির ৫৭০ বস্তা চাল ছিল। এই চাল মনিকপুর, কসকনকপুর ও বারঠাকুরী ইউনিয়ন এলাকায় কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য গতকাল রাতে সিলেট থেকে পাঠানো হয়। কালীগঞ্জ বাজারে মানিকপুর ও কসকনকপুর ইউনিয়নের ডিলারের ব্যক্তিগত চালের দোকান আছে।’

‘এলাকাবাসী বলে, কসকনকপুর ইউনিয়নের ডিলার তার এলাকায় চাল না নিয়ে সরিয়ে ফেলার উদ্দেশ্যে কালীগঞ্জে নিয়ে এসেছে। ট্রাকের চাল লুট শুরু হলে প্রথমে যারা বাধা দিয়েছিল, তারাও যোগ দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে কিছু চাল উদ্ধার করতে পেরেছে’— বলেন মাহতাব হোসেন চৌধুরী।

জকিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ বলেন, ‘চাল যে আসবে তা আমরা আগে থেকে অবগত ছিলাম না। গণ্ডগোল হচ্ছে জেনে দ্রুত কালীগঞ্জ বাজারে পৌঁছে মানিকপুরের ডিলারের দোকানে ১৪ বস্তা ও কসকনকপুর ইউনিয়নের ডিলারের ব্যক্তিগত দোকানের সামনে প্রায় ২৬ বস্তা চাল পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘কসকনকপুর ইউনিয়নের ডিলার দাবি করেছে, তাকে ফাঁসাতে কেউ তার দোকানের সামনে চালের বস্তাগুলো ফেলে গেছে। এলাকাবাসী ট্রাকের চাল ছিনিয়ে নিয়েছে। পুলিশ এখন পর্যন্ত কিছু চাল উদ্ধার করতে পেরেছে। বাকিটা উদ্ধারের চেষ্টা চলছে।’

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও গণমাধ্যম) লুৎফুর রহমান বলেন, ‘চাল সরানোর অভিযোগ ও লুটপাটের বিষয়টি আমরা পর্যালোচনা করছি। তারপর এ বিষয়ে মামলা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ঘটনায় দুজন ডিলার, ট্রাকের চালক ও তার সহযোগী এবং স্থানীয় দুজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত ৪৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে, বাকি চাল উদ্ধারের চেষ্টা চলছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com