শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭০। এ ছাড়া, আক্রান্ত আরও ৫৭১ জনকে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত আট হাজার ২৩৮ জনকে শনাক্ত করা হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৭১ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন আট হাজার ২৩৮ জন। মারা গেছেন আরও দুই জন। তাদের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী এবং একজনের বয়স ষাটোর্ধ্ব ও আরেকজনের ৫১-৬০ বছরের মধ্যে। তাদের মধ্যে ঢাকার ভেতরে মারা গেছেন একজন ও অপরজন ঢাকার বাইরে। এখন পর্যন্ত মারা গেছেন ১৭০ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
সেই হিসাবে দেশে প্রথম মৃত্যুর পর ৪৪ দিনে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জন এবং প্রথম আক্রান্তের পর ৫৪ দিনে আক্রান্তের সংখ্যা আট হাজার ২৩৮ জনে পৌঁছেছে।