বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বাহুবলে পঞ্চায়েত ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ

বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামে পঞ্চায়েত প্রধান সহ দুই মাতব্বরের বিরুদ্ধে গরীব ফান্ডের তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চলমান করোনায় লকডাউনকাল ওই গ্রামের কর্মহীন অসহায় মানুষের মাঝে উক্ত টাকা বন্টন না করায় অসন্তোষ বিরাজ করছে। এ ব্যাপারে হস্তকেপ কামনা করে প্রশাসনের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন গ্রামের লোকজন।

জানা যায়, বাহুবল উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী সন্যাসী সম্প্রদায়ের অন্তত ৮০ টি পরিবারের বসবাস রয়েছে এ গ্রামে। তাদের আছে নিজস্ব সামাজিক প্রথা ও ধর্মীয় রীতিনীতি। সেই হিসাবে তাদের পূর্ব পুরুষদের প্রণীত রীতি অনুযায়ী সন্যাষী সম্প্রদায়ের গরীব অসহায় লোকজনের আর্থিক নিরাপত্তাতার স্বার্থে গড়ে তোলেন একটি ফাম্ড। সময়ে সময়ে এ ফান্ডের দায়িত্ব পালন করেন গ্রামের সচেতন ব্যক্তিবর্গ।

জানা গেছে, ৬ বছর ধরে দায়িত্ব পালন করছেন গ্রামের মুরুব্বি পনিন্দ্র চক্রবর্তী ও অরুণ চক্রবর্তী নামের দুই ব্যক্তি। গ্রামের লোকজন জানান, গরিব অসহায় মানুষের কল্যানে তথা বিয়ে, অসুস্থতা সহ দুর্যোগ মূহুর্তে আর্থিক সহায়তার জন্য তৈরি করা হয় এ ফান্ড।

সম্প্রতি করোনায় কর্মহীনদের মাঝে ফান্ডের টাকা বন্টনের জন্য অধিকাংশ লোক পনীন্দ্র চক্রবর্তী ও অরুণ চক্রবর্তীর দারস্থ হন। কিন্তু উল্লেখিত মাত্তব্বরদ্বয় গ্রামের লোকজনকে সঠিক উত্তর না দিয়ে টালবাহানা করেন। এ প্রেক্ষিতে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ অন্যন্য মুরুব্বীদের অবহিত করেন গ্রামের লোকজন। এর জন্য উল্লেখিত ব্যক্তিদ্বয় টাকা বন্টনের উদ্যোগ না নিয়ে উল্টো তাদের হুমকি দিচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান।

এ ব্যাপারে জানতে চাইলে অরুন চক্রবর্তি নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে জানান, ফান্ডের টাকা পনিন্দ্র চক্রবর্তীর নিকট রক্ষিত আছে। এছাড়া আর কিছু জানেন না তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com