বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে ৷
শনিবার (২মে) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের হাতে এই পিপিই তুলে দেন মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল এর পক্ষে লাল তীর সীড লিমিটেড এর বিভাগীয় ম্যানেজার তাপস চক্রবর্তী ৷
ক্লাবের সিনিয়র সহ- সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেডের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো: গোলাম আজম, চৌ: ভাস্কর হোম, সহকারি অধ্যাপক রজত শুভ চক্রবর্তী, সঞ্জয় কুমার দে, সাজন আহমেদ রানা, সুমন বৈদ্য, এস কে সুমন, আরিফুল ইসলাম, বিক্রমজিত বর্ধন, ইব্রাহিম প্রমুখ ৷
তাজওয়ার এম আউয়াল এর এমন উদ্যোগের প্রশংসা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা। এ ব্যাপারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী বলেন, দেশে করোনাভাইরাসের থাবা পড়েছে। এ সময় গণমাধ্যমের দায়িত্ব বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সংবাদ সংগ্রহের জন্য মাঠে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা। নিজের নিরাপত্তা বিধানে মাল্টিমোড গ্রুপের পরিচালক মহোদয়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।