বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে সাংবাদিকদের পিপিই প্রদান

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে ৷

শনিবার (২মে) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের হাতে এই পিপিই তুলে দেন মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল এর পক্ষে লাল তীর সীড লিমিটেড এর বিভাগীয় ম্যানেজার তাপস চক্রবর্তী ৷

ক্লাবের সিনিয়র সহ- সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেডের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো: গোলাম আজম, চৌ: ভাস্কর হোম, সহকারি অধ্যাপক রজত শুভ চক্রবর্তী, সঞ্জয় কুমার দে, সাজন আহমেদ রানা, সুমন বৈদ্য, এস কে সুমন, আরিফুল ইসলাম, বিক্রমজিত বর্ধন, ইব্রাহিম প্রমুখ ৷

তাজওয়ার এম আউয়াল এর এমন উদ্যোগের প্রশংসা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা। এ ব্যাপারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী বলেন, দেশে করোনাভাইরাসের থাবা পড়েছে। এ সময় গণমাধ্যমের দায়িত্ব বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সংবাদ সংগ্রহের জন্য মাঠে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা। নিজের নিরাপত্তা বিধানে মাল্টিমোড গ্রুপের পরিচালক মহোদয়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com