শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: নাঙ্গলকোটে ইমামদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল।
রোববার (৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৪ জন ইমামের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন ব্যতিক্রম উদ্যোগের প্রশংসা করেন উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা।
উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সাদেকুর রহমান, সেক্রেটারী মুফতি অলি উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বর্তমান করোনা ভাইরাস থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতিতে জনসচেতনতায় বেশ তৎপর রয়েছেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল। উপজেলা সদরসহ গ্রামীণ জনপদের বাজার সমূহে নিরাপদ দূরত্ব বজায় রাখতে তিনি নিয়মিত মনিটরিং সহ আরো বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছেন। তাঁর এমন পদক্ষেপে কুমিল্লা জেলার মধ্যে নাঙ্গলকোট উপজেলা এখনো করোনামুক্ত রয়েছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে অবস্থানের নির্দেশনা দিয়েছেন।