রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে ৫৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): প্রবাসী গ্রুপের উদ্যোগে ৫শ ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, খেজুর, মুড়ি, ছানা, আলু। ৪টি টিমের মাধ্যমে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষ্যে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান।

সাইফুর রহমান মাষ্টারে পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুন্নাহার চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইল আলী রাজন, সাবেক চেয়ারম্যান ওয়াহিদ আলী। বক্তব রাখেন প্রবাসী গ্রæপের যুগ্ম আহবায়ক মীর রাজিব, হোসাইন আহমেদ মির্জা, আব্দুল কাইয়ূম, আবুল খায়ের, সাবেক মেম্বার হিরন মিয়া, বশির মাষ্টারসহ অন্যানরা।

বক্তারা বলেন, এই দুর্যোগ মহুর্তে প্রবাসীরা যেভাবে হাল ধরেছেন তা সত্যিই প্রসংশনীয়।

সকল প্রবাসীদেরকে প্রবাসী গ্রæপে এক হয়ে দেশের ক্যালাণে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়। ইতিপূর্বে অনুরূপ ভাবে উপজেলায় ৪শ জন শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com