বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

করোনার মধ্যে বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর দিলো আরব আমিরাত

হাজী আব্দুল বাছিত, আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের ভিসা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত ভিসা আইনে দেশটিতে কর্মরত প্রবাসীরা এখন থেকে ভিসা পরিবর্তনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। এর মধ্যে অন্যতম ছিল সংযুক্ত আরব আমিরাত। ২০০৮ সালে বাংলাদেশ থেকে চার লাখ ২০ হাজার কর্মী নিয়েছিল আমিরাত। পরের বছরগুলোতে বার্ষিক দুই লাখের বেশি করে বাংলাদেশি কর্মী দেশটিতে যান। ২০১২ সালে দুই লাখ ১৫ হাজার কর্মী আমিরাত যান। কিন্তু ২০১২ সালের ১২ আগস্ট নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় দেশটি।

এরপর থেকে আট বছর কেটে গেলেও দেশটিতে নতুন করে শ্রমিক নেওয়া বন্ধ ছিল। এখন থেকে এক কোম্পানী থেকে অন্য কোম্পানীতে ভিসা পরিবর্তনের সুযোগ করে দিয়েছে আমিরাত সরকার একই সাথে যারা ভিজিট ভিসায় এসে বর্তমানে আমিরাতে অবস্থান করেছেন তারাও এখন থেকে যে কোনো কোম্পানীতে কাজের ভিসা লাগাতে পারবেন।

গতকাল বুধবার আরব আমিরাতে বাংলাদেশ কনস্যুলেটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, এমন পরিস্থিতিতে দেশে না ফিরে আমিরাতেই অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট আমিরাতে অবস্থানরত বাংলাদেশীরা অনেকেই তাদের চাহিদা অনুযায়ী যেকোনো কোম্পানীতে ভিসা পরিবর্তন করতে পারছেন এবং যারা ভিজিট ভিসায় এসেছেন তাঁরাও কর্মীর ভিসা লাগাতে পারছেন এটা বাংলাদেশের জন্য বড় সুযোগ এনে দিয়েছে আমিরাত সরকার।

তবে বিজ্ঞপ্তিতে আরো বলাহয় অনেকেই দেশে ফিরে যেতে বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করছেন তারা আশ্বাস দিয়েছেন অতি দ্রুতই ফ্লাইট চালু করার চেষ্টা করছেন, বাংলাদেশের প্রবাসীদের কে এই মুহূর্তে দেশে ফিরে না গিয়ে নিজ নিজ কর্মস্থলে অবস্থানের পরামর্শ ও দিয়েছেন, নতুন করে বাংলাদেশ থেকে কোনো কর্মী নেবে না আমিরাত সরকার, করোনা ভাইরাস এর সার্বিক পরিস্থিতি পিরে আসলে নতুন করে কর্মী নেয়ার আশা ব্যক্ত করেছেন তারা

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com