বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

সুবীর নন্দীর অপ্রকাশিত গান প্রকাশ

(বাম থেকে) তানভীর তারেক, সুবীর নন্দী ও কবির বকুল। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী প্রয়াত হয়েছেন এক বছর হয়ে গেছে। কিন্তু, মৃত্যুর আগে তিনি একটি পূর্ণাঙ্গ অ্যালবামে কন্ঠ দিয়েছিলেন।

তানভীর তারেকের সুর-সংগীতে সেই অ্যালবামে সুবীর নন্দী মোট নয়টি গান গেয়েছেন।

সেই অপ্রকাশিত গান থেকে প্রথম গানটি প্রকাশ পেয়েছে আসন্ন ঈদ উপলক্ষে। গানের শিরোনাম ‘দূরের মানুষ’। স্যাড-রোমান্টিক ধারার এই গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজনে তানভীর তারেক।

গানের কথাগুলো হলো: ওপার থেকে ঐ/ সাগরের রূপ সেতো চেনা দায়/ দূর থেকে দেখে দেখে/ চিনতে পারিনি তোমায়।’

তানভীর তারেক বলেন, ‘সুবীর দা’কে নিয়ে আমার অনেক স্মৃতি। বেশিরভাগ মধুর স্মৃতি এই অ্যালবামটি করার সময়। গানটি মিক্সিং ও মাস্টারিং করার সময় বারবার চোখ ভিজে গেছে আনমনে।’

‘সুবীর দা’র সামনেই “দূরের মানুষ” গানটির সুর করেছিলাম,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এক বসায় সুর করা। সবার সামনে আমার কম্পোজিশনের ভীষণ প্রশংসা করতেন তিনি।’

গানটি ঈদ উপলক্ষে গতকাল মঙ্গলবার তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com