শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

অবশেষে সুজাতের দেখা পেলেন রেজা

নিজস্ব প্রতিবেদক: অবশেষে জাতীয় ঐক্যফ্রন্টের হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের মনোনীত প্রার্থী গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ডা. রেজা কিবরিয়ার দেখা পেলেন সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে শেখ সুজাত মিয়ার বাসায় বিএনপির পূর্ব নির্ধারিত কর্মীসভা চলাকালীন সময়ে হঠাৎ হাজির হন ডা. রেজা কিবরিয়া। এ সময় শেখ সুজাতসহ বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন তিনি।

এর আগে ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরপরই হবিগঞ্জ থেকে সরাসরি নবীগঞ্জে শেখ সুজাতের বাসায় গিয়ে ফটকে তালা দেথে ফিরে আসেন। এতে স্থানীয় নেতাকর্মীরাও ক্ষুব্ধ হয়েছিলেন।

মঙ্গলবার শেখ সুজাত মিয়ার বাসায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. রেজা কিবরিয়া। ছবি : সংগৃহীত

সভায় সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান শেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী ও পৌর বিএনপি সভাপতি মেয়র সাবের আহমেদ চৌধুরীসহ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনগুলোর অন্যান্য নেতৃবৃন্দ।

রেজা কিবরিয়ার সাথে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে শেখ সুজাত মিয়া বলেন, আমরা আজ (মঙ্গলবার) আমার বাসায় কর্মী সভা করেছি। কীভাবে ধানের শীষকে জয়ী করা যায় তা আলোচনা করেছি। এটি আমাদের করতেই হবে। কিন্তু এখানে হঠাৎই রেজা কিবরিয়া এসে হাজির হয়েছিলেন। তিনি নির্বাচন নিয়ে তেমন কোনো কথা বলেননি। তিনি শুধু বলেছেন- ২৪ ডিসেম্বরের পর নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। তার কোনো পোস্টার আমরা এখনো পাইনি।

সুজাতের বাসায় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ড. রেজা কিবরিয়া বলেন, এবারের নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ শরীরে কারাগারে নেয়া হয়েছে। কিন্তু তিনি এখন অসুস্থ। বেগম জিয়াকে মুক্ত করতে হলে সব প্রকার দ্বিধাদ্বন্দ্ব ভুলে নবীগঞ্জ-বাহুবল এবং সারা দেশের বিএনপি নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পেছনে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এ সময় তিনি আগামী ৩০ ডিসেম্বর সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে এ জাতীয় সংকট মোকাবেলায় কাজ করার আহ্বান জানান। নেতাকর্মীরাও বেগম জিয়ার মুক্তির জন্য কাজ করতে কিবরিয়াপুত্র রেজার আহ্বানে স্বতঃস্ফুর্তভাবে সাড়া দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com