শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন আবারও ব্যর্থতার গল্প লিখে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না: নাহিদ

নবীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জে বাঁশবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার পারকুল গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে অটোচালক হাফেজ আহমেদ সুহেল (২৯) ও যাত্রী ময়মনসিংহের নান্দাইল উপজেলার হরেণ্য পাশা গ্রামের মৃত ইস্তাজ আলীর ছেলে আমীর হোসেন (৫৫)।

পুলিশ জানায়, দুপুরে শেরপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা উপজেলার বুড়িনাও গ্রামের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ দুইজন নিহত হন। এ ছাড়াও আহত অজ্ঞাত পরিচয় চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ যাওয়ার আগেই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com