শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাহুবলে রক্তদান সংগঠন ব্লাড ফর লাইফ। একঝাঁক স্বেচ্ছাসেবীদের পরিশ্রমে গড়া সংগঠনটি করোনাকালে দেশ-বিশের বিত্তশালীদের আর্থিক সহায়তায় নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামের দুঃস্থ ও দরিদ্রদের মাঝে পাঁচ বার ত্রান, একবার ইফতার, ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে। সংগঠনটির সাথে জড়িত তরুণ-তরুণীদের মানবিকতার কাছে মহামারী করোনা যেন হেরে বসেছে। করোনার ভয়ে যেখানে মানুষজন ঘরবন্দী জীবন-যাপনে অভ্যস্ত হয়ে পরেছেন সেখানে তারা নিজেদের মৃত্যুর ভয়কে জয় করে দৌড়াচ্ছেন অসহায় মানুষজনদের বাড়ি বাড়ি।
করোনা ভাইরাসের প্রভাবে খাদ্যের সংকটে অবস্থান করা অসহায়, বেকার ও হত-দরিদ্র পরিবারের খাদ্যের জোগান দিয়ে আসছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ’ বাহুবল উপজেলা শাখা।
উক্ত কার্যক্রমগুলোতে উপস্থিত ছিলেন, ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার আহ্বায়ক মামুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক তৃষ্ণা আক্তার, রিয়াজ আল মঞ্জুর, হাবিবুর রহমান সুজন, হাবিবুর রহমান নোমান, সদস্য এমরান আহমেদ, লিটন মাহমুদ, তোফায়েল আহমেদ, দুলাল আহমেদ প্রমুখ।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক রিয়াজ আল মঞ্জুর জানান, প্রায় দুই মাস যাবত করোনা ভাইরাসের প্রভাবে দেশের অসংখ্য পরিবার ঘরে বসে বেকার দিন পার করছেন। এ অবস্থায় স্বেচ্ছাসেবী এ সংগঠন মানবিক দৃষ্টিকোন থেকে হাতে নিয়েছে নানাবিধ সহায়তার উদ্যোগ। এ সংগঠনের মূল লক্ষ্য নিঃস্বার্থ মনোভাব নিয়ে রক্তদান সহ সকল সামাজিক কাজেই অবদান রাখা।