শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: ঈদ মোবারক ও শুভেচ্ছা। এক মাস সিয়াম সাধনার পর আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর।
বাহুবল উপজেলাবাসীসহ বিশ্বের রেমিট্যান্স যুদ্ধা প্রবাসীদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও প্রশান্তি। পবিত্র মহিমায় উদ্ভাসিত হোক বাহুবল উপজেলার ধর্ম বর্ণ নির্বিশেষে তথা দেশের সকল নাগরিকের জীবন। উল্লেখ্য যে, করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশের ক্লান্তিলগ্নে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে নগদ টাকা খাদ্যসামগ্রী উপহার এবং প্রনোদনার ব্যবস্থা করেছেন। পাশাপাশি প্রশাসন, দলীয় নেতাকর্মীর সমন্বয়ে বা সামাজিকভাবে এবং প্রবাসী ভাইদের অর্থায়নে উপহার ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে। পক্ষান্তরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে আমরা কয়জন ব্যক্তিগত উদ্যোগে হত দরিদ্র অসহায় মানুষকে কিছু খাদ্য সামগ্রী এবং পবিত্র মাহে রমজানে নগদ কিছু টাকা দিয়েছি।। ইচ্ছা থাকা সত্ত্বেও সকলকে সহযোগিতা করতে পারি নাই। ক্ষমাদৃষ্টিতে দেখবেন।
অভানীয় এক পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ তথা বিশ্ব। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনাভাইরাস প্রতিরোধ একমাত্র অ্যান্টিবায়োটিক হল সচেতনতা। আসুন, ভাইরাস প্রতিরোধে সচেতন হই। নিরাপদস্থল ঘরে থাকি, প্রিয় মানুষকে সুস্থ রাখি। ঈদের খুশি সবার জীবনে মহান আল্লাহতায়ালা পূণর্তা দান করুন এই দোয়া করি। জোনাকির আলো মত চলছে জীবন, কখনো অন্ধকার কখনো আলোর। বেঁচে থাকার সন্ধানে জীবন যুদ্ধ। পরিশেষে এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসত্রে দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ।
সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ এবং মহামিলনের বার্তার প্রত্যাশা জানাচ্ছি আমার প্রাণপ্রিয় বাহুবল উপজেলাবাসী সহ সমগ্র দেশবাসীকে,
ফারুকুর রশীদ ফারুক
বাহুবল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক,
সাবেক সাধারণ সম্পাদক /সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ, উপজেলা শাখা বাহুবল।