শনিবার, ০১ জুন ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় রেমাল: ১৯ উপজেলার নির্বাচন স্থগিত বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন অবাদ, সুন্দর ও দাঙ্গামুক্তভাবে অনুষ্ঠিত হয়েছে বাসার ছাদে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু রেমাল পরিণত প্রবল ঘূর্ণিঝড়ে, মহাবিপদ সংকেত বাহুবলে ৫ আওয়ামীলীগ নেতাকে হারিয়ে আলেম চেয়ারম্যান নির্বাচিত শান্তিপূর্ণ ও বিশ্বাস যোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পুলিশ বদ্ধপরিকর- এসপি আক্তার হোসেন জনগণ যাকে ভালবাসবে, দায়িত্ব দিতে চাইবে, তাকেই দেবে- জেলা প্রশাসক বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মুত্যু বাহুবল উপজেলা নির্বাচন : ২০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে সংঘর্ষে জড়ানো সেই দুই নেতাকে অব্যাহতি

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল আহমেদ রাশেদকে দল থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

অপরদিকে একই ঘটনায় ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি স্থানীয় মেম্বার আনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি প্রদান করেছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই অব্যাহতি আদেশ পাঠিয়েছে উপজেলা নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ওই দুই নেতা এলাকায় নিজ নিজ অবস্থান থেকে ক্ষমতার অপব্যবহার করে আধিপত্য বিস্তার করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দফায় দফায় ওই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে। নৈরাজ্য সৃষ্টি করে তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালালে সুসংগঠিত ও সুশৃঙ্খল উপজেলা ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ ওই দুই ইউনিয়ন নেতার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়। ফলে তাদের দল থেকে অব্যাহতি প্রদান করা হয়।

দলের একটি সূত্রে জানিয়েছে, এই সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এই আসনে সচ্ছ ও সুশৃঙ্খল রাজনীতির পথিকৃত। তাঁর সুদক্ষ নেতৃত্ব ও নির্দেশনায় লাকসাম উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গ সংগঠন রাজনীতিতে সুনাম অর্জন করেছে। দুই একজনের জন্য যাতে দলের কোনরূপ ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেই দিক বিবেচনায় ইউনিয়নের ওই দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com