রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য একাধীক মামলার পলাতক আসামী কামাল মিয়া (৩০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত কামাল পৌরসভার নোয়ানী গ্রামের মৃত জাহির মিয়ার ছেলে।
মঙ্গলবার বিকাল ৪টায় চুনারুঘাট থানার এএসআই শরীফ এএসআই আওলাদ হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পৌরসভার নোয়ানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চুনারুঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়ানী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ডাকাত কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।