বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : গভীর রাতে হবিগঞ্জের চুনারুঘাট মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত ১টার দিকে বাজারের একটি মুদি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, আব্দুল হাই প্রিন্স ও আ. জাহির মিয়া জানান, স্থানীয়রা আধাঘন্টা চেষ্টার পর শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তারা ৪০ মিনিট চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এরই মধ্যে আগুনে ২০টি দোকান ভস্মিভূত হয়ে যায়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে স্থানীয় শতশত মানুষের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। সার্বিক নিরাপত্তায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।