মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে শ্রমিকের আত্মহত্যা

তরফ নিউজ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শেখ মো. সোহেল (২৩) নামে এক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৯ মে) রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) আল মামুন।

সোহেল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জের অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করছিলেন।

চাকরির সুবাধে সোহেল শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের ফারুক মিয়ার বাসায় ভাড়া থাকতেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি সোহেলের পরিবারকে জানানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে জানা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা?

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com