রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক: সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় জেলার শাল্লা উপজেলা থেকে চারজন ও দিরাই উপজেলা একজনকে গ্রেফতার করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। সকালে আসামিদের তালিকা দিরাই ও শাল্লা থানায় পৌঁছায়।
গ্রেফতারকৃতরা হলেন- শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মোহাম্মদ জুবায়ের মনির (৬২), ঘুঙ্গিয়ার গাঁও গ্রামের মৃত উমর আলীর ছেলে মো. জাকির হোসেন (৬২), শশারকান্দা গ্রামের মৃত ডেঙ্গুর ব্যাপারী ছেলে মো. সিদ্দিকুর রহমান (৭১), উজান গাঁও গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে তোতা মিয়া (৮০) এবং দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত জহুর আলীর ছেলে মো. আব্দুল জলিল।
সুনামগঞ্জ পুলিশ সুপার (এসপি) বরকউল্লাহ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।