মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
দিদার এলাহী সাজু, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে সরকারি চাউলসহ কাজল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সে উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র।
শনিবার (৬ জুন) দিবাগত রাত ১টায় উপজেলার নালমুখ বাজারস্থ বাসা থেকে চাউলসহ তাকে আটক করে চুনারুঘাট থানা পুলিশ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, গোপন সংবাদে খবর পেয়ে ১৮ বস্তা সরকারি সিলমোহরযুক্ত চাউলসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, সে দীর্ঘদিন ধরে তার দোকানে সরকারি চাউল বিক্রি করে আসছিল।