বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে সরকারি পুকুর ও খাস জমি উদ্ধারে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস খতিয়ানের পুকুর চিহ্নিতকরণ, অবৈধ দখল উদ্ধার ও খাস আদায় অভিযান অব্যাহত রেখেছে বাহুবল উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জুন) পাঁচ ঘণ্টাব্যাপী উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা ও জয়পুর মৌজার ৪টি সরকারি খাস খতিয়ানের পুকুরের অবৈধ দখল উদ্ধার ও খাস আদায় অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়া চলিতাতলায় বারবার সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রেখে ব্যবসা চালু রাখায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

একই সাথে মিরপুর বাজার ও বাহুবল বাজার কঠোরভাবে তদারকি ও নজরদারি করা হয়। এ সময় উপজেলা প্রশাসনকে বাহুবল মডেল থানা পুলিশ উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com