বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবীতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের জন্য পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ।

শনিবার শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি এ্যাড: ডিএম আব্দুল বারী, সাধারন সম্পাদক এমএম রাসেল, সংগঠনের সদস্য নাইচ পারভীন ও সুষমা সাথী চৌধূরী প্রমুখ।

বক্তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী নওগাঁর ৩০লাখ জনসংখ্যার কথা বিবেচনা করে তাদের সুচিকিতসা জন্য নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতাল দিয়েছেন। করানা ভাইরাসের প্রাদুর্ভাবে করোনা পরীক্ষার জন্য নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ না থাকায় এখানকার জনগনের করোনার নমুনার পাঠাতে এবং রোগীকে নিবির পর্যবেক্ষণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে রিপোর্ট আসতে সময় লাগছে ১০-১৫ দিন। ফলে এখানকার জনগনের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তাই জনগনের সুচিকিৎসা জন্য অনতিবিলম্বে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবী জানান তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com