বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাটে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের আটালিয়া-পনারগাও-শ্রীবাড়ি রাস্তা এ ব্যাতিক্রমী প্রতিবাদ জানানো হয়।
রাস্তাটি চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী – নতুনবাজার সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পনারগাঁও নামক স্থান থেকে আটালিয়া বাজার হয়ে শ্রীবাড়ি চা বাগানে গিয়ে শেষ হয়েছে। আর এ রাস্তা দিয়েই চলাচল করতে হয় আশেপাশের ৫-৬ টি গ্রামের জনসাধারণকে। রাস্তাটির আটালিয়া গ্রামের ভিতরে গেলে বুঝার উপায় নেই এটা রাস্তা নাকি ধানের জমি। তাই গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করে স্থানীয় জনপ্রতিনিধিসহ উর্ধ্বতন কতৃপক্ষের সু-নজরে নেওয়ার আকুতি জানিয়েছেন।
ওই এলাকার মুরুব্বী ফারুক তালুকদার জানান, কত কষ্টে আছি তা প্রকাশ করতে পারবো না, তাই ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানালাম। ফরিদ উদ্দিন ও আফরুজ আলী নামের দুই যুবক জানান, এ রাস্তাটি পাকা করণের জন্য তাদের দীর্ঘদিনের দাবী থাকলে স্থানীয় জনপ্রতিনিধিরা একটি ইটও লাগান নি, তাই গ্রামবাসী বাধ্য হয়ে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে, যাতে করে যথাযত কতৃপক্ষ নজরে আসে।
এ ব্যাপারে যথাযত কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।