বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জে নতুন করে আরেকটি স্কুলের প্রধান শিক্ষক, এসিল্যান্ড অফিসের সহায়কসহ ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে নবীগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬ জন।
রোববার (২১ জুন) আসা রিপোর্টে নবীগঞ্জ শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা খানম, উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাসিন্দা কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য শাহ আবুল খায়ের, এসিল্যান্ড অফিস সহায়ক পলাশ এবং একটি ঔষধ কোম্পানির প্রতিনিধিসহ ৪ জন ব্যক্তির করোনা পজিটিভ আসে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৭২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩৬ জনের করোনা পজিটিভ এসেছে। নেগেটিভ এসেছে ৪৯২ জনের বাকীগুলো পেন্ডিং । বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, নবীগঞ্জে নতুন করে প্রথমে (২০ জুন) রাতে একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরেরদিন (২১ জুন) আরো তিনজনের করোনা পজিটিভ আসে। এনিয়ে নবীগঞ্জে ৩৬ জন লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৭২৭ জনের। নতুন করে আক্রান্তদের মধ্যে ৩ জনের অবস্থান নবীগঞ্জ পৌর এলাকার ভেতরে।