শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে একটি বড় লঞ্চের ধাক্কায় ডুবে গেছে যাত্রীবাহী আরেকটি ছোট লঞ্চ।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনার পর তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
মর্নিং বার্ড নামের ওই লঞ্চে কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
তবে এ আকারের দোতলা লঞ্চে সাধারণত ৫০ থেকে ৬০ জন যাত্রী বহন করা হয় বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান।
বিআইডব্লিউটিএ এর পরিবহন পরিদর্শক মো. সেলিম জানান, মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটের দিকে আসছিল মর্নিং বার্ড। শ্যামবাজারের কাছে নদীতে চাঁদপুর থেকে আসা ময়ূর-২ লঞ্চের ধাক্কায় সেটি মাঝ নদীতে ডুবে যায়।
ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি বিআইডব্লিউটিএ ও কোস্ট গার্ডও সেখানে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।