শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
এফ আরর হারিছ, নিজস্ব প্রতিবেদক: ঢাকা সিলেট মহা সড়কে বাহুবল উপজেলার মিরপুর থেকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি পর্যন্ত চলাচলরত সিএনজি অটোরিকশা চালকরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। করোনা ইস্যুকে পূঁজি করে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়া হলেও এখানে মানা হচ্ছে না কোনো রকম স্বাস্থ্যবিধি। এ নিয়ে প্রতিনিয়ত হচ্ছে যাত্রীদের সাথে কথা কাটাকাটি, এমন কি ঝগড়া ফ্যাসাদও । ভাড়া দ্বিগুন নেয়া হচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে চালকরা আগে বলতো সিএনজি পাম্পে গ্যাস নিতে বাড়তি টাকা দিতে হয়, কিন্ত এখন কিছু চালক বলছেন গ্যাসের দাম বাড়ছে। অথচ এবারের বাজেটে গ্যাসের দাম কমানো হচ্ছে।
এ বিষয়ে মিরপুর সিটকো সিএনজি ষ্টেশন কর্তৃপক্ষ জানান গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হয় নাই। কিছুদিন আগে মিরপুর থেকে পুটিজুরীর ভাড়া ছিল ২০ টাকা। পরে সিএনজি চালকরা মনগড়া মত বাড়িয়ে ৩০ টাকা করে নেয়, কিন্ত আবার তা বাড়িয়ে নেয়া হচ্ছে ৪০ টাকা। অথচ প্রতি সিএনজিতে যাত্রী নেয়া হচ্ছে ৫ জন ঠিকই। এভাবে সব জাগাতেই বিভিন্ন ইস্যু দেখিয়ে সিএনজি চালকরা জণসাধারনের কাছ থেকে আদায় করছে দ্বিগুণ ভাড়া।
এ দিকে ভাড়া বাড়ানোর ব্যাপারে হবিগঞ্জ জেলা অটো টেম্পো- অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু’ র সাথে আলাপ করলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না, তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন।
এক দিকে করোনাকালীন সময়ে গ্রামের সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিসহ হয়ে পড়েছে, নেই কোনো আয়- ইনকাম, অন্যদিকে জরুরী প্রয়োজনে কোথাও যেতে হলে রাস্তায় চলাচলের জন্য সিএনজি অটোরিকশা চালকদের দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। এতে সমাজের সকল শ্রেনী- পেশার মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। জনসাধারনের এ দুর্ভোগ লাঘবে এ বিষয়টির দিকে গুরুত্ব সহকারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় জনগন।