বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

হবিগঞ্জে ভেজাল পণ্যের কারখানায় অভিযান, ৩ জনের জেল জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার ধূলিয়াখালে ভেজাল পন্য উৎপাদনের কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রম্যমান আদালত। হবিগঞ্জ এনএসআইয়ের তত্ত্বের বৃত্তিতে ভ্রম্যমাণ আদালত পরিচালনা কালে নকল লেভেল যুক্ত বিপুল পরিমাণ সরিষার তেল, সুপার একসেল ডিটারজেন্ট পাউডার ও ব্যষ্ট টাটা প্রিমিয়াম চা-পাতা সহ ভেজাল পণ্য উৎপাদনে ব্যবহিত যন্ত্রপাতি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অভিযান পরিচালনার সময় কারখানার সাথে জড়িত অভিযোগে বাড়ির মালিক সহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটকদের একজনকে ৬ মাসের কারাদণ্ড ও নগদ একলক্ষ টাকা জরিমানা এবং অপর দুইজনের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা করে জরিমানা প্রধান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হল- কারখানার মূলহুতা ধূলিয়াখাল গ্রামের সালেক মিয়ার ছেলে হরুন মিয়া (২৮), ও তার সহযোগী একই গ্রামের মুক্তিযুদ্ধার ফিরোজ আলীর ছেলে মিজানুর রহমান (৩১), ও বাড়ির মালিক হবিগঞ্জ পৌরএলাকার শায়েস্তানগরের মৃত আব্দুল গফুরের ছেলে মাসুক মিয়া(৪৫)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাকসুদা হোসেন, এ-সময় উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন এনএসআই ডিডি আজমল হোসেন, এডি হুমায়ুন, অফিস সহকারী রাসেল সিনহা, অফিস সহায়ক কুদ্দুস, সদর থানার এসআই সাহিদ, এসআই মহিন, এসআই উত্তসব কর্মকার সহ একদল পুলিশ।

এব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি মাকসুদা হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জ এনএসআই এর মাধ্যমে তত্ত্ব জানতে পেরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ সহ বেআইনি কাজে জড়িত তিনজনকে জেল জরিমানা প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com