রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে মামলার প্রয়োজন নেই: এএসপি

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে বিট পুলিশের উদ্যেগে মাদক ও দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে গন সচেতনা মুলক সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকালে সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এএসপি সার্কেল নাজিম উদ্দিন।

ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অন্যানদের মাঝে উপস্তিত ছিলেন ওসি (তদন্ত) চম্পক ধাম, দারোগা গোপেন্দ্র, রবিউল ইসলাম, মেম্বার সেলিম মিয়া, শ্রীবাড়ি ফ্যাক্টরি ম্যানাজার ইকবাল হোসেন জসিম উদ্দিন, সন্তুস তাঁতী, জমসেদ রাব্বানী, বানেছা বানু, কামাল মিয়া, মাওলানা মোশাহিদুল ইসলাম, জুয়েল মিয়া প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, মাদক কোন শান্তি দিতে পারে না। মাদক একটি পরিবার, একটি সমাজ এমনকি একটি রাষ্ট্র ধ্বংস করে দিতে পারে। তাই সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। তিনি বলেন মাদক ব্যাবসায়ী, মাদক সেবনকারী, সুদখোর সমাজের দুশমন। তাদের তালিকা করে পুলিশের কাছে দেয়ার আহব্বান জানান।

তিনি আরও বলেন, মাদকের সাথে জড়িতদের গ্রেফতার করতে কোন মামলার প্রয়োজন নেই, পুলিশ তাদের এমনিতেই গ্রেপতার করতে পারবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com