বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর গণভবনের মাছ-হাঁসও নিয়ে গেল জনতা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

বাহুবলে পানিতে ডুবে গ্রাম্য মাতব্বরের মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ডোবার পানিতে ডুবে নুরুল ইসলাম মুক্তা মিয়া (৬৫) নামে এক গ্রাম্য মাতব্বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের মৃত আতিক উল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বিহারীপুর গ্রামের মাতব্বর নুরুল ইসলাম মুক্তা মিয়া মাছ ধরার জালের ছটি কেনার জন্য পাশ্ববর্তী ওলিপুর গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বেলা ২ টার দিকে কাঁধে বাঁশ নিয়ে ফেরার পথে ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর এলাকায় একটি ডোবা পারাপার হতে পানিতে ডুবে যান তিনি। প্রায় একঘন্টা পড়ে স্থানীয় লোকজন ডোবায় নুরুল ইসলামের মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি প্রেসারের রোগী ছিলেন। ডোবা পারাপারের সময় পানিতে ডুবে মারা যান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com