শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

‘করোনামুক্ত’ সনদ নিয়ে বিদেশ গেলেন ৩৯৬ যাত্রী

তরফ নিউজ ডেস্ক : স্কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গেলেন ৩৯৬ বাংলাদেশি। বিদেশ যেতে এই সনদ বাধ্যতামূলক করার পর বৃহস্পতিবার প্রথম দফায় দুই ফ্লাইটে এই যাত্রীরা বিদেশ যান। তবে নির্ধারিত ফ্লাইটে টিকিট কিনলেও করোনা পজিটিভ আসায় ৮ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে। এছাড়া সরকার নির্ধারিত কেন্দ্রের বাইরে পরীক্ষা করানোসহ আরও কিছু কারণে ৩৪ জন যাত্রীকে বিমানবন্দরে প্রবেশ করতে দেয়া হয়নি।

কাতার ও টার্কিশ এয়ারলাইন্সের পৃথক দুটি ফ্লাইটে বৃহস্পতিবার রাতে এই যাত্রীরা ঢাকা ছাড়েন। এছাড়া চট্টগ্রাম থেকে শুক্রবার একটি ফ্লাইটে আরো দুই শতাধিক যাত্রীর বিদেশে যাওয়ার কথা রয়েছে।

সম্প্রতি বাংলাদেশ থেকে চীন, ইতালিসহ কয়েকটি দেশে যাওয়া বাংলাদেশিদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। বাংলাদেশ থেকে ভূয়া সনদ নিয়ে বিদেশ যাওয়ার খবর প্রকাশ হয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

এতে ইমেজ সঙ্কট দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় সরকার নির্ধারিত কেন্দ্রে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে বিদেশ যাওয়া বাধ্যতামূলক করে। বৃহস্পতিবার থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com