রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নবীগঞ্জের প্লাবিত এলাকার বন্যার্তদের মাঝে সরকারের খাদ্য সহায়তা প্রদান

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টিতে ও উজানের পাহাড়ি ঢলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ বন্যার্ত মানুষের পাশে দাড়িঁয়েছে সরকার। ইতিমধ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড় ভাকৈর (পশ্চিম), বড় ভাকৈর (পূর্ব), ইনাতগঞ্জ, নবীগঞ্জ সদর ও পানিউমদা ইউনিয়নের প্রায় ১২শ বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে । শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল সরেজমিনে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব), নবীগঞ্জ সদর ও পানিউমদা ইউনিয়নের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্ত মানুষের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করেন। এসময় সংশ্লীষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, বন্যা কবলিত মানুষ কেউ না খেয়ে থাকবেনা, সরকার সবসময় বন্যার্ত মানুষের পাশে আছে। পর্যায়ক্রমে সকল বন্যা কবলিত এলাকার পানিবন্দি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com