বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

রাণীনগরে ৬৩০ কেজি সরকারি চাল জব্দ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ৬৩০ কেজি ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টায় উপজেলার বড়গাছা ইউনিয়নের একটি বাড়ি থেকে চাল উদ্ধার করা হয়। তবে চাল ব্যবসায়ীকে না পাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জানা গেছে, সরকারের দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচী (ভিজিডি) চাল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকলেও বড়গাছা গ্রামের মৃত-অহেদ প্রামানিকের ছেলে বিমান (৩৫) ২১ বস্তার ৬৩০ কেজি চাল ক্রয় করে একই গ্রামের মোজাফফর হোসেনের বাড়িতে মজুত রাখে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ওই ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ শেষ করে পরিষদের চেয়াম্যান ও ট্যাগ অফিসার চলে যান। স্থানীয়রা চাল ব্যাবসায়ী বিমানকে ওই বাড়িতে চাল মজুত রাখতে দেখে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। নির্বাহী অফিসার আল-মামুন ঘটনাস্থলে গিয়ে ৩০ কেজি ওজনের ২১ বস্তা (৬৩০ কেজি) চাল জব্দ করে পরিষদের চেয়ারম্যান শফিউল আলমের জিম্মায় রেখে আসে।

বড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম জানান, খবর পেয়ে আমরা এই চাল উদ্ধার করে নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক জব্দ করে রাখা হয়েছে। পরবর্তি সিদ্ধান্ত নির্বাহী কর্মকর্তা পদক্ষেপ গ্রহণ করবেন।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন জানান, ২১ বস্তা চাল জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে চাল ব্যবসায়ী বিমানকে না পাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com