শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে বসতঘরে গৃহবধুকে গলা কেটে হত্যা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ছলেমা বেগম (৪৫) নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে ডাকাতদল। রোববার (০২ আগস্ট) ভোর রাতে উপজেলার করঁগাও ইউনিয়নের করঁগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছলেমা বেগম ওই গ্রামে মিলন মিয়ার স্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর বেলা ছালেমা বেগমের মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এসে দেখতেন পান গলা কাটা অবস্থায় পরে আছে ছালেমা বেগমের মরদেহ। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত ছালেমা বেগমের স্বামী বলেন, আমার ২ টা বাড়ি থাকায় আমি আমার অন্য বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম। সকাল বেলা এসে দেখি আমার স্ত্রী ছালেমা বেগম কে বা কারা গলা কেটে হত্যা করেছে এবং ছালেমা বেগমের কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, ডাকাতরা নির্মমভাবে ছালেমা বেগমকে হত্যা করেছে। ছালেমা বেগমের শরীরে একাধিক আগাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতাধীন নিয়ে আসবো।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ বাহুবলে সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com