সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নে মুসলিম হ্যান্ডস কর্তৃক মোট ৬টি দোকানের মালামাল সহ বিতরণ করা হয়েছে। সোমবার ১০ (আগস্ট) বিকাল ৫টায় ছয় বিধবা মহিলাদের হাতে আনুষ্ঠানিক ভাবে দোকানের চাবি হস্তান্তর করা হয়। দোকান বিতরনকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তাতীলীগের সভাপতি ও ২নং পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুদ্দত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং সাতকাপন ইউনিয়ন চেয়ারম্যান শাহ আবদাল মিয়া, বাহুবল উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সহ সভাপতি ডাঃ দেলোয়ার হোসেন, বাহুবল উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সহ সাধারণ সম্পাদক ও ৫নং লামাতাসি ইউনিয়নের কাজী কামরুল ইসলাম, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলী হোসেন ছাড়াো এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।