মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক: যশোরে কিশোর উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন প্রর্যন্ত তিন জন নিহত হবার খবর পাওয়া গেছে। জানা যায় দু’দল কিশোরের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হচ্ছে- বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর পূর্ব পাড়ার নান্নু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ও রাসেল হোসেন (১৮)। রাসেল হোসেনের পুরো ঠিকানা এখনও পাওয়া যায়নি।