মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
ফয়সল আহমদ চৌধুরী, বাহুবল থেকে : বাহুবল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভূঁইয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাহুবল উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশন। অনুষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় বাহুবল উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।
ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি ও বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবা উদ্দিন আফজাল, ভ্যাটিরিনারী সার্জন ডা. মৃদুল কান্তি দে ও একাডেমীক সুপার ভাইজার সোহেল আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসুক আহমদ, মোঃ তাহির মিয়া, ফয়জুল ইসলাম, আবদাল মিয়া, মোঃ সেলিম, ইমাম শরীফ জুয়েল, রেজিয়া খাতুন প্রমুখ। সভা পরিচালনা করেন ডেইরী ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুন রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাসুক মিয়া।