শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

বুখারী সবকের মাধ্যমে টাইটেল মাদ্রাসায় উন্নীত মিরপুর জামেয়া

 বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া হুসাইনিয়া মিরপুর মাদ্রাসায় দাওরায়ে হাদিস ( টাইটেল) ক্লাসের সবক প্রদান করা হয়েছে। ১৯ আগস্ট বুধবার বাদ মাগরিব সবকের মাধ্যমে এ মাদ্রাসায় দাওরায়ে হাদিস ক্লাসের উদ্বোধন করা হয়।

বাহুবলের প্রখ্যাত আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা মনীরুদ্দিন সাহেব আনুষ্ঠানিকভাবে বুখারী শরিফের সবক প্রদান করেন। ১৯১২ খ্রীস্টাব্দে স্থাপিত এ দ্বীনি প্রতিষ্ঠান দাওরায়ে হাদিস ক্লাসে উন্নীত হওয়ার মধ্য দিয়ে ইসলামী শিক্ষার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেল। জামেয়া হুসানিয়ার মুহতামিম মাওলানা মোতাহের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বুখারীর অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মুনাজিরে আযম আহলে সুন্নাতওয়াল জামাতের ভাষ্যকার মুফাচ্ছিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার নায়বে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, দৌলতপুর জামেয়া আশরাফিয়ার মুহতামিম মাওলানা আব্দুল হাই, মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আইয়ুব আলী সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এব মুসল্লী ও অভিভাবক বৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com