শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সিলেটে গ্যাস লাইনে বিস্ফোরণ, আহত ১

ঘটনাস্থলে ভিড় করছেন সাধারণ মানুষ

তরফ নিউজ ডেস্ক: সিলেট নগরের মজুমদারী এলাকায় গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মজুমদারী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মজুমদারী এলাকার প্রধান সড়কে হঠাৎ বিকট শব্দে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে।এতে মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে জালালাবাদ গ্যাসের উত্তর অঞ্চলের কর্মীরা ও স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ঘটনাস্থলে আসেন।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রি্বিউশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পাইপ লাইন শাখার জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুল মুমিন বলেন, গ্যাসের পাইপ লাইনে ছিদ্র থাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জরুরি মেরামতের জন্য এক্সপার্ট টিম ডেকে পাঠানো হয়েছে। আপাতত ঘটনাস্থল ও আশপাশ এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com