বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

বাহুবল উপজেলা যুব জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : বাহুবল উপজেলা যুব জমিয়তের কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১০টায় বাহুবল বাজারস্থ তালুকদার টাওয়ারের ২য় তলায় উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। মাওলানা শেখ জয়নাল আবেদীন- এর সভাপতিত্বে ও ছাত্রনেতা মাওলানা আশিকুর রহমানের পরিচালনায় কাউন্সিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি শায়েখ মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, কেন্দ্রিয় যুব জমিয়তের মুহতরম সভাপতি হাফেজ মাওলানা তাফহীমুল হক, হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক শেখ বশির আহমদ, বাহুবল উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ ফয়েজি, মাওলানা শামছউদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা আসআদ আহমদ জাফরী, মাওলানা মাশুক আহমদ, মাওলানা লুৎফুর রহমান, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, বাহুবল উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ বজলুর রহমান প্রমুখ।


সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা শেখ জয়নাল আবেদীন কে সভাপতি ও মাওলানা সাদিকুর রহমান মানিক কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটিতে মুফতি মাশহুদুর রহমান, হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মুস্তাক আহমদ ও মাওলানা সালমান তালুকদার কে সহ-সভাপতি, মাওলানা হামিদুর রহমান কে যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা ফখরুল ইসলাম কে সহ সাধারণ সম্পাদক, মাওলানা কাউসার আহমদ কে সাংগঠনিক সম্পাদক, মাওলানা খলিলুর রহমান কে সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ মাহমুদুল হাসান কে নাঈম প্রচার সম্পাদক, মাওলানা আল আমিন জুনাইদ কে সহ প্রচার সম্পাদক, মাওলানা শামছুল ইসলাম কে অর্থ সম্পাদক, হাফেজ মাওলানা মমশাদ হুসাইন আজগরী কে সাহিত্য সম্পাদক, মোঃ তাহির মিয়া কে অফিস সম্পাদক, মাস্টার মাহমুদ আনছারী কে সমাজ কল্যাণ সম্পাদক, হাফেজ নূরুল ইসলাম আবু শ্যামা, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আব্দুল মুমীন, মাওলানা জাকারিয়া মাশুদ, মাওলানা মুশাররফ হুসাইন, হাজী মুশাহিদ আলী, মাওলানা ফেরদাউস আহমদ, হাফেজ এনামুল হক ও মাওলানা মুস্তাকিম বিল্লাম শাহ জাহান কে সদস্য নির্বাচিত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com