রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে ‘যক্ষা রোগ প্রতিরোধে সংবাদর্কমীদরে ভূমকিা’ র্শীষক এক মতবনিমিয় সভা অনুষ্টিত বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠতি হয়।
বাংলাদশে জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব শ্রীমঙ্গলরে আয়োজনে অনুষ্টিত এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মডিয়িায় কর্মরত ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন নাটাব শ্রীমঙ্গল শাখার ভাপতি ও সাবকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, বিএম শ্রীমঙ্গল সভাপতি ডাঃ হনিপদ রায়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা র্কমর্কতা ডাঃ সাজ্জাদুর
রহমান চৌধুরী ও হীড প্রতিনিধি রাজীব রায়, টিএলসিএ মোঃ মাহবুবর রহমান। উপস্থিত ছিলেন নাটাব বিভাগীয় সমন্বয়ক সুমন চৌধুরী।
যক্ষা রোগ প্রতিরোধ ও নিরাময়ে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে অতিথিরা যক্ষা রোগ ও এর প্রতিকার বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বলনে, শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই এই রোগটি নর্মূল করা সম্ভব। এক্ষেত্রে সংবাদর্কমীরা তাদের পেশাগত দ্বায়িত্বের পাশাপাশি যক্ষ্মা নির্মূলে ভূমকিা রাখতে পারেন।
সভাটি পরিচালনা করেন নাটাব শ্রীমঙ্গল শাখার কোষাধ্যক্ষ মোঃ কাওছার ইকবাল। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, দৈনিক খোলা চিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল ও উপজেলায় র্কমরত সাংবাদিক বৃন্দ।
সভায় প্রশ্ন উত্তর পূর্ব যক্ষা রোগ প্রতিকার ও প্রতিরোধে করণীয় বিষয়ে উপস্থিত সাংবাদিকরা সম্যক ধারণা লাভ করেন। পাশাপাশি যক্ষা রোগ প্রতিরোধে নাটাব ও স্বাস্থ্য র্কমীদের সাথে সমন্বয় করে ভূমকিা রাখার আশাবাদ ব্যক্ত করনে।